Facebook

Sunday, April 17, 2022

Resurrection Day of Jesus Christ


           Resurrection Day of Jesus Christ

                                         Watch Full Message  ( Click Here )

 

Luke  24 : 1- 7

কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যূষে তাঁহারা কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন, তাহা লইয়া আসিলেন;

 2আর দেখিলেন, কবর হইতে প্রস্তরখানা সরান গিয়াছে, 

3কিন্তু ভিতরে গিয়া প্রভু যীশুর দেহ দেখিতে পাইলেন না।

 4তাঁহারা এই বিষয় ভাবিতেছেন, এমন সময়ে, দেখ, উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাঁহাদের নিকটে দাঁড়াইলেন। 

5তখন তাঁহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই দুই ব্যক্তি তাঁহাদিগকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? 

6তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। গালীলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন, তাহা স্মরণ কর; 

7তিনি ত বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হইবে, ক্রুশারোপিত হইতে এবং তৃতীয় দিবসে উঠিতে হইবে।


Wish you all Happy Easter .


God Bless you

Friday, April 15, 2022

Seven Saying of Jesus

 

The seven sayings Full Message ( Click Here )

1. Father, forgive them for they not know  what they doSeven saying of Jesus 
Then said Jesus, Father, forgive them; for they know not what they do।

— Luke 23:34


2. To day shalt thou be with me in paradise

And Jesus said unto him, Verily I say unto thee, To day shalt thou be with me in paradise.

— Luke 23:43


3. Woman, behold, thy son! Behold, thy mother!


When Jesus therefore saw his mother, and the disciple standing by, whom he loved, he saith unto his mother, Woman, behold thy son! Then saith he to the disciple, Behold thy mother! And from that hour that disciple took her unto his own home

— John 19:26–27


4. My God, my God, why hast thou forsaken me?

And at the ninth hour Jesus cried with a loud voice, saying, Eloi, Eloi, lama sabachthani? which is, being interpreted, My God, my God, why hast thou forsaken me?

— Mark 15:34

And about the ninth hour Jesus cried with a loud voice, saying, Eli, Eli, lama sabachthani? that is to say, My God, my God, why hast thou forsaken me?

— Matthew 27:46


This saying is taken by some as an abandonment of the Son by the Father. Another interpretation holds that at the moment when Jesus took upon himself the sins of humanity, the Father had to turn away from the Son because the Father is "of purer eyes than to see evil and cannot look at wrong" (ESV). Other theologians understand the cry as that of one who was truly human and who felt forsaken. Put to death by his foes, very largely deserted by his friends, he may have felt also deserted by God.

Others see these words in the context of Psalm 22 and suggest that Jesus recited these words, perhaps even the whole psalm, "that he might show himself to be the very Being to whom the words refer; so that the Jewish scribes and people might examine and see the cause why he would not descend from the cross; namely, because this very psalm showed that it was appointed that he should suffer these things."


5. I thirst

After this, Jesus knowing that all things were now accomplished, that the scripture might be fulfilled, saith, I thirst.

— John 19:28


6. It is finished


When Jesus therefore had received the vinegar, he said, It is finished: and he bowed his head, and gave up the ghost.

— John 19:30

This statement is traditionally called "The Word of Triumph" and is theologically interpreted as the announcement of the end of the earthly life of Jesus, in anticipation for the Resurrection.[1]


The utterance after consuming the beverage and immediately before death is mentioned, but not explicitly quoted, in Mark 15:37 and Matthew 27:50 (both of which state that Jesus "cried with a loud voice, and gave up the ghost").

7. Father, into thy hands I commend my spirit

And when Jesus had cried with a loud voice, he said, Father, into thy hands I commend my spirit: and having said thus, he gave up the ghost.

— Luke 23:46

Monday, August 2, 2021

ঈশ্বরের রাজত্ব ছেড়ে মানুষের রাজত্ব


 ইস্রায়েল জাতি ঈশ্বরের রাজত্ব ছেড়ে মানুষের রাজত্ব চাইলো- "এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করতে আমাদের উপর একজন রাজাকে নিযুক্ত করুন" - শমূয়েল ভাববাদীর কাছে এই নিবেদন রাখে ইস্রায়েল জাতি।(১শমূয়েল 8:5) তারপরে আমরা দেখি যে শৌল ইস্রায়েল জাতির উপর রাজা নিযুক্ত হন ঈশ্বরের আজ্ঞানুযায়ী। বীরত্বের সাথে শৌলের রাজত্ব শুরু হয়। 

শমূয়েল ভাববাদী কিন্তু তাদের সকল কে চেতনা দিয়ে সাবধান করে রাখেন:- 📖"তোমরা কেবল সদাপ্রভুকে ভয় কর, ও সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাঁহার সেবা কর; কেননা দেখ, তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম্ম করিলেন। কিন্তু তোমরা যদি মন্দ আচরণ কর, তবে তোমরা ও তোমাদের রাজা উভয়ে বিনষ্ট হইবে।" (1শমূয়েলে 12:24‭-‬25 BENGALI-BSI) 

 🤷🏿কিন্তু শৌলের রাজত্বের দ্বিতীয় বছরেই সে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করতে শুরু করে ও অমঙ্গল ডেকে আনে। ✍️আমরাও খ্রীষ্টকে জানার পর খুব উৎসাহের সাথে তাঁকে বাপ্তিস্মর মধ্যে দিয়ে গ্রহণ করি এবং খুব শীঘ্রই আমরা খ্রীষ্টের শিক্ষা কে জলাঞ্জলি দিয়ে জগতের মানুষের মধ্যে মিশে যাই এবং আবার পাপের মধ্যে জীবন কাটাতে শুরু করি। একদিকে মন্দ আচরণ ও জীবন যাপন অন্যদিকে মুখে যীশু নাম। ঈশ্বরের বাক্য বার বার আমাদের সাবধান করে ও চেতনা দেয়, কিন্তু খুবই অল্প সংখ্যক তা শোনেন। এবং অনেকেই তা তুচ্ছ জ্ঞান করে।

 👤প্রভু যীশু বলেছেন:- "কেউই দুই কর্তার দাসত্ব করতে পারে না; কারণ সে হয়তো এক জনকে ঘৃণা করবে, আর এক জনকে ভালবাসবে, নয় তো এক জনের প্রতি অনুগত হবে, আর এক জনকে তুচ্ছ করবে; তোমরা ঈশ্বর এবং ধন দুইয়েরই দাসত্ব করতে পার না।" (মথি 6:24 IRVBEN) 🤔দুইয়েরই দাসত্ব করছি না তো? ✍️আজ আমরা রাজা শৌলের প্রথম ভুলের মধ্যে থেকে নিজেদেরকে পর্যবেক্ষণ করবো এবং সংশোধন করবো এবং এই কাজে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন। প্রথমে আমরা ঘটনাটির উপর একটু আলোকপাত করবো, যা লেখা রয়েছে 1 শমূয়েল 13:2‭-‬13। 📖2 থেকে 4 পদ:- "শৌল নিজেদের জন্য ইস্রায়েলের মধ্যে তিন হাজার জন লোক নির্বাচন করলেন; তার মধ্যে দুহাজার মিকমসে ও বৈথেল পর্বতে শৌলের সঙ্গে থাকল এবং এক হাজার বিন্যামীন প্রদেশের গিবিয়াতে যোনাথনের সঙ্গে থাকল; আর অন্য সব লোককে তিনি নিজেদের তাঁবুতে পাঠিয়ে দিলেন৷ পরে যোনাথন গেবাতে থাকা পলেষ্টীয়দের পাহারাদার সৈন্যদলকে আঘাত করলেন ও পলেষ্টীয়েরা তা শুনল; তখন শৌল দেশের সব জায়গায় তূরী বাজিয়ে বললেন, “ইব্রীয়েরা শুনুক৷” তখন সমস্ত ইস্রায়েল এই কথা শুনল যে, শৌল পলেষ্টীয়দের সেই পাহারাদার সৈন্যদলকে আঘাত করেছেন, আর ইস্রায়েলের জন্য পলেষ্টীয়দের তীব্র ঘৃণা জন্মেছে৷ পরে লোকেরা শৌলের সঙ্গে গিলগলে যোগ দিল৷

 " 🏇শৌলের ছেলে যোনাথনের কথা এই প্রথম 1 শমূয়েলের একটি বিশিষ্ট এবং দুর্দান্ত অংশে আমরা দেখতে পাই। যেখানে এই সাহসী এবং দুর্দান্ত মানুষটি উপস্থিত হয়েছে; একজন মানুষ যিনি বাইবেলের সবচেয়ে মধুর চরিত্রের একজন। যোনাথন ফিলিস্তিনীদের সৈন্যবাহিনীকে আক্রমণ করেছিলেন : যোনাথন ছিলেন একজন অসাধারণ সামরিক নেতা।তিনি বারবার সফল আক্রমণ চালানোর দক্ষতা প্রদর্শন করেছিলেন। তার এই আক্রমণ ফিলিস্তিনীদের জাগিয়ে তুলেছিল। এই আক্রমণের মধ্য দিয়ে যোনাথন ঘোষণা করলেন, "আমরা আর নম্রভাবে ফিলিস্তিনীদের কাছে আত্মসমর্পণ করব না।" ইস্রায়েলের লোকরা সদাপ্রভুর শত্রুদের বিরুদ্ধে সাহস দেখানোর সাথে সাথে ফিলিস্তিনীরা ইস্রায়েলীয়দের  ঘৃণা করতে শুরু করে। ✍️এই একই নীতি আমাদের জীবনে আধ্যাত্মিকভাবে সত্য।আমাদের যুদ্ধ পলেষ্টীয়দের সৈন্যদের বিরুদ্ধে না। আমাদের শত্রুরা হলো :- "কারণ দেহ এবং রক্তের সঙ্গে নয়, কিন্তু পরাক্রম সকলের সঙ্গে, কর্তৃত্ব সকলের সঙ্গে, এই অন্ধকারের জগতপতিদের সঙ্গে, স্বর্গীয় স্থানে দুষ্ট আত্মাদের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। (ইফিষীয় 6:12 IRVBEN)

 🤷🏿কিন্তু আমাদের আধ্যাত্মিক শত্রুদের পলেষ্টীয়দের মতোই মনোভাব রয়েছে। যতক্ষণ আমরা দুর্বল এবং আমাদের আধ্যাত্মিক শত্রুদের কাছে পরাধীন জীবন যাপন করি, তারা আমাদের মোটেই ঘৃণা ও আপত্তি করে না। খ্রীষ্টের জন্য যদি আপনার জীবনে যাতনা, তাড়না, মিথ্যা অভিযোগ, আপনার বিরুদ্ধে নানা প্রকার মন্দ কথা, ঘৃণা না এসে থাকে তার মানে আপনি ফিলিস্তিনীদের কাছে আত্মসমর্পণ করে জীবন যাপন করছেন অর্থাৎ দিয়াবলের কাছে আত্মসমর্পণ করে আছেন। কিন্তু যেই আমরা সদাপ্রভুর শত্রুদের বিরুদ্ধে সাহস ও যুদ্ধ ঘোষণা করি, সাথে সাথে আমাদের আধ্যাত্মিক শত্রুরা আমাদের ঘৃণা করতে শুরু  করে এবং আমাদের কে তার সমস্ত শক্তি দিয়ে পরাজিত করতে চেষ্টা করে। এর তখনই আপনার জীবনে আসবে নিন্দা, ঘৃণা, মিথ্যা অভিযোগ, আপনার বিরুদ্ধে নানান প্রকার মন্দ কথা, যাতনা তাড়না। 
 🏇যোনাথন গেবাতে থাকা পলেষ্টীয়দের পাহারাদার সৈন্যদলকে আঘাত করেছিলেন। কিন্ত রাজা শৌল স্পষ্টভাবে এই সাহসী হামলার জন্য ক্রেডিট নেয় যেটা তার ছেলে যোনাথনের প্রাপ্য ছিল। এটি শৌলের হৃদয় এবং চরিত্রের একটি খারাপ চিহ্ন প্রকাশ করে।

 🤷🏿আমরাও অনেক সময় যে গৌরব, প্রশংসা, সন্মান ঈশ্বরের প্রাপ্য তা নিজেরাই নিয়ে থাকি নিজেকে উন্নত করার জন্য। যে গৌরব, মহিমা প্রশংসা পিতা ঈশ্বরের প্রাপ্য তা আমরা অন্যদের কে দিয়ে থাকি অনেক সময়। যা আমাদের পিতা ঈশ্বর ঘৃণা করেন এবং এই কাজের দ্বারা আমরা নিজেদের জন্য ঈশ্বরের ক্রোধ সঞ্চয় করে রাখি। আমরা যেন সর্বদা মনে রাখি :- সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; সদাপ্রভু প্রতিফলদাতা ও তিনি ক্রোধে পূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিফল দেন এবং তাঁর শত্রুদের উপর ক্রোধ বজায় রাখেন। তাঁর ক্রোধের সামনে কে দাঁড়াতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভীষণ ক্রোধ? তাঁর ক্রোধ আগুনের মত এবং তাতে বড় পাথর ফেটে যায়।" (নহূম 1:2‭, ‬6 IRVBEN)

Saturday, July 31, 2021

আপনি কি স্বর্গের নাগরিক হতে চান ?



ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রীষ্টে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। (ইফিষীয় 1:3 )

👉স্বর্গলোকের যাবতীয় দিব্য আধ্যাত্মিক বর বা স্বর্গীয় স্থানে সব প্রকার আত্মীক আশীর্বাদ প্রভু যীশুর মাধ্যমে আমাদের দিয়েছেন পিতা ঈশ্বর। সাধুপৌল তাঁর পত্রের দ্বারা জানাচ্ছেন :- অতএব, কেউ যদি খ্রীষ্টে থাকে, সে এক নতুন সৃষ্টি হল; পুরাতন বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। 

(2 করিন্থীয় 5:17 )

✍️কিন্তু দুঃখের বিষয় যে আমরা সারাটা জীবন জাগতিক আশীর্বাদের উদ্দেশ্যে ছুটছি। তা পূরণ করার উদ্দেশ্যে আমরা খ্রীষ্টের শিক্ষাকে জলাঞ্জলি দিচ্ছি। আমাদের প্রার্থনাও সমস্ত জাগতিক আশীর্বাদের জন্য। 

এক কথায় আমরা আমাদের চিরস্থায়ী স্বর্গীয় আবাস নিয়ে খুব কম উৎসাহিত এবং সচেষ্ট। আমরা যে স্বর্গের নাগরিক সে বিষয়ে ভুলে যাই অথবা তা খুব হালকা যাবে নিই। আবার এমন অনেক বিশ্বাসী আছেন যাদের কাছে - "স্বর্গ-নরক বাইবেলের লিখিত কিছু বিষয় - এসব কিছুই নেই। যা কিছু সব এই জগতেই। পাপ পুণ্যের বিচার এই জীবনেই আমাদের দিতে হবে।" ভাবতে খুব আশ্চর্য লাগে যে তারা খ্রীষ্টের কাছে এসেও জগতের অন্ধকারের মধ্যেই রয়ে গেল। 

আমরা  নতুন সৃষ্টি হওয়া সত্বেও পুরাতন বিষয় গুলি আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি। ফলে আত্মীক আশীর্বাদের বিষয় আমরা উপলব্ধি করতে পারি না। 

ইব্রীয় পুস্তকের 11 অধ্যায়ে পুরাতন নিয়মের বিশ্বাস- বীরদের মহান বিশ্বাস গাঁথা লিপিবদ্ধ আছে। তাদের এই মহান বিশ্বাস গাঁথার গোপন রহস্য 13 পদে লেখা আছে।

"এরা সবাই বিশ্বাস নিয়ে মারা গেলেন কোনো প্রতিজ্ঞা গ্রহণ না করেই, পরিবর্তে, দূর থেকে তা দেখেছিলেন এবং তাকে স্বাগত জানিয়েছিলেন, তারা যে পৃথিবীতে অচেনা ও বিদেশী, এটা স্বীকার করেছিলেন।"(ইব্রীয় 11:13 )

✍️পৃথিবীতে অচেনা ও বিদেশী, এটা স্বীকার করতে আমরা হয়তো ব্যর্থ হচ্ছি। এই পৃথিবীতেই আমাদের সব কিছু এবং সেই সব কিছু পাওয়ার উদ্দেশ্যে আমরা  আমাদের এই  মূল্যবান জীবন কে নষ্ট করে ফেলছি। ইব্রীয় পুস্তকের  লেখক পরিষ্কারভাবে আমাদের জানিয়েছেন:-🗣️ "কারণ এখানে আমাদের চিরস্থায়ী শহর নেই; কিন্তু আমরা সেই আগামী শহরের খোঁজ করছি।" (ইব্রীয় 13:14 )

কিন্তু দুঃখের বিষয় যে, আমরা সেই আগামী শহরের অর্থাৎ স্বর্গরাজ্যের বিষয় অন্বেষণ তো দূরের কথা সচেষ্টও নই। আমরা আমাদের সমস্ত কিছুর কেন্দ্র বিন্দু এই জগতের মধ্যে দৃঢ় করে রেখেছি, যার ফলে স্বর্গীয় বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। ঐশ্বরিক স্বভাবের সহভাগী হতে পারছি না বরং  মন্দ কামনা-বাসনার দ্বারা উদ্ভূত জগতের কলুষতার মধ্যে হারিয়ে যাচ্ছি। 

ফলস্বরূপ আমরা আজ ভুলে গিয়েছি যে আমরা ঈশ্বরের মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি এবং তাঁর নিজস্ব প্রজা(১পিতর 2:9-10)

আমরা ভুলে যাই যে আমরা স্বর্গ পুরীর প্রজা, আমাদের নাগরিকত্ব এখানকার নয় বরং স্বর্গের।(ফিলিপীয় 3:20)

আমরা ভুলে গেছি যে প্রভু যীশু আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গিয়েছেন এবং তিঁনি আবার আসছেন আমাদের নিতে।(যোহন 14:2&3) 

আমরা ভুলে গেছি যে আমরা ঈশ্বরের পরিবারের লোক। ঈশ্বরের পরিবারের সদস্য  হিসেবে কিছু বিষয় আমাদের ধ্যান রাখা উচিত যেন আমরা পৃথিবীর বিষয় সকলের মধ্যে হারিয়ে না যাই। আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত যে খুব শীঘ্রই আমরা আমাদের স্বর্গীয় পিতার সাথে মিলিত হতে যাচ্ছি। এবং তারাই মিলিত হবেন যারা তাদের স্বর্গীয় নাগরিকত্ব সুন্দর ভাবে বজায় রেখেছেন।  যারা তাদের চিন্তা ধারা কে এই পৃথিবীর অস্থায়ী বিষয়ের সাথে সম্পর্কিত করেন নি।

✍️সাধুপৌল তাঁর পত্রের দ্বারা জানাচ্ছেন:-

ঈশ্বর তোমাদের খ্রীষ্টের সঙ্গে তুলেছেন, যেখানে খ্রীষ্ট ঈশ্বরের ডান পাশে বসে আছেন সেই স্বর্গীয় জায়গার বিষয় চিন্তা কর। স্বর্গীয় বিষয় ভাব, পৃথিবীর বিষয় ভেবো না। তোমরা মারা গেছ এবং ঈশ্বর তোমাদের জীবন খ্রীষ্টের সঙ্গে লুকিয়ে রেখেছেন। তোমাদের জীবনে যখন খ্রীষ্ট প্রকাশিত হবেন, তখন তোমরাও তাঁর প্রতাপে প্রকাশিত হবে। তোমরা পৃথিবীর পাপপূর্ণ স্বভাব নষ্ট করে ফেল যেমন বেশ্যাগমন, অশুচিতা, মোহ, খারাপ ইচ্ছা লোভ এবং মুর্ত্তিপূজা।

(কলসীয় 3:1‭-‬5)

✍️সাধু পিতর তাঁর পত্রের মাধ্যমে জানাচ্ছেন:-

📖অতএব তোমরা তোমাদের মনের কোমর বেঁধে সংযত হও এবং যীশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের কাছে নিয়ে আসা হবে, তার অপেক্ষাতে সম্পূর্ণ আশা রাখ।(1 পিতর 1:13)

📖সেই কারণে ভাইবোনেরা, তোমাদের আহ্বান ও মনোনয়ন সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা সবাই আরও বেশি আগ্রহী হও। কারণ তোমরা এসব বিষয় সম্পন্ন করলে তোমাদের কখনও পতন হবে না। আর তোমরা আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের শাশ্বত রাজ্যে সাদর অভ্যর্থনা লাভ করবে। (2 পিতর 1:10‭-‬11 )

✍️সাধু যোহন তাঁর পত্র দ্বারা জানাচ্ছেন:-

📖জগৎকে বা জাগতিক কোনো কিছুই তোমরা ভালোবেসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে, তাহলে পিতার ভালোবাসা তার অন্তরে নেই। কারণ এ জগতের সমস্ত বিষয়—পাপী মানুষের শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ ও জীবনচর্যার গর্ব—পিতা থেকে নয়, কিন্তু জগৎ থেকে উদ্ভূত। আর জগৎ ও তার কামনা-বাসনা বিলুপ্ত হবে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে চিরকাল জীবিত থাকবে। (1 যোহন 2:15‭-‬17 BCV)

✍️যাকোব তাঁর পত্রের দ্বারা খুব পরিষ্কার ভাবে জানিয়েছেন :-

📖"ব্যভিচারীর দল, তোমরা কি জানো না, জগতের সঙ্গে বন্ধুত্ব হল ঈশ্বরের প্রতি ঘৃণার নিদর্শন? কোনো ব্যক্তি যদি জগতের সঙ্গে বন্ধুত্বকে বেছে নেয়, সে ঈশ্বরের শত্রু হয়ে পড়ে। (যাকোব 4:4‭-‬5 )

👤প্রভু যীশু বলেছেন:- 


📖“তোমরা নিজেদের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় কোরো না। এখানে কীটপতঙ্গ ও মরচে তা নষ্ট করে এবং চোর সিঁধ কেটে চুরি করে। কিন্তু নিজেদের জন্য স্বর্গে ধন সঞ্চয় করো, যেখানে কীটপতঙ্গ ও মরচে তা নষ্ট করতে পারে না এবং চোরেও সিঁধ কেটে চুরি করতে পারে না। কারণ যেখানে তোমাদের ধন, সেখানেই তোমাদের মন পড়ে থাকবে। (মথি 6:19‭-‬21 )

👉👂যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীগুলিকে কী বলছেন। যে বিজয়ী হয়, সে কখনোই দ্বিতীয় মৃত্যুর কোনও আঘাত পাবে না।

(প্রকাশিত বাক্য 2:11 )

Watch Bengali Christian Song

Hindi Christian Song



Friday, November 1, 2019

Lyrics: তোমার কিসের দ্বন্দ্ব লাগেগো বন্ধু!! Tomar Kiser Danda Lagego Bandhu


তোমার কিসের   দ্বন্দ্ব লাগেগো বন্ধু 
কার লাগি বাঁধিয়াছ  ঘর? মনরে
১ বাঁশের ঘর খানি পাতার ছাঊনি, 
আকাশের নীচে খোলা,
তাহার ভীতরে জননীর কোলে
 খেলীছে রঙ্গের খেলাগো বন্ধু
কার লাগি বাঁধিয়াছ  ঘর? মনরে

২ এতকাল গেলো হাসিতে  খেলিতে,
হাতে নাই কানাকড়ি
এস সবে আজি পারে যাবে যদি
 যীশু নায়ের কাণ্ডারীগো বন্ধু
কার লাগি বাঁধিয়াছ  ঘর? মনরে

৩ আসল ফেলিয়া নকল বুঝিল,
বুঝিল পথ পরিশেষে,
যীশু ত্রাণধন পতিত পাবন,
 তিনিই পথ অবশেষে গো বন্ধু
কার লাগি বাঁধিয়াছ  ঘর? মনরে

















Cho: Tomar Kiser Danda Lagego Bandhu
         Kar Lagi Bandhiyachho Ghar. Monore…
1.    Bansher Gharkhani Patar Chhauni,
Akasher Niche Khola
Tahar Bhitare Janannir Kole
Khelichhe Ranger Khelago Bandhu
Kar Lagi Bandhiyachho Ghar. Monore…


2.    Etokal Gelo Hasite Khelite
 Hate Nai Kanakodi
Eso Sobe Aji Pare Jabe Jadi
 Jishu Nayer Kandarigo Bandhu
Kar Lagi Bandhiyachho Ghar. Monore…

3.    Asolo Felia Nakala Bujhilo
 Bujhilo Path Parisese
Jishu Tranodhan Patito Pawan
 Tini Path Abaseshe Go Bandhu
Kar Lagi Bandhiyachho Ghar. Monore…

        ***********************

Sunday, October 20, 2019

যীশুই পথ আর সত্য জীবন! Bengali Christian Song ! খ্রিস্টীয় বাংলা গান!! Jishui path ar satya jiban

Bengali Worship Song Jishui path ar satya jiban.

আমিই পথ, আমিই সত্য ও জীবন" যোহন14:6  "I Am the Way, the Truth, and the Life" 

Please find the link below.

যীশুই পথ আর সত্য জীবন! Bengali Christian Song !Jishui path ar satya jiban

Bengali and English Lyrics in "Jishui path ar satya jiban"


যীশুই পথ আর সত্য - জীবন,
এই নামে হয় যে পুলকিত মন।
নেই কোনো নাম আর এই ভুবনে
দেয় পাপের পরিত্রান সযতনে।
(You are the father of all the nation
You are the savior of all the nation)-2
যীশুই পথ আর সত্য - জীবন,…

২) এই হ্রিদয়ে যীশু যখন শাসন করবে  
আত্মাতে তুমি তখন  শান্তি পাবে।-২
I will be singing only for you-4
যীশুই পথ আর সত্য - জীবন,

৩) আর কেহ আশাহীন কখনো রইবে না,
যার আশা প্রভু যীশু তে, নাহি রে ভাবনা ।-২
I will be singing only for you-4
যীশুই পথ আর সত্য – জীবন….

৪) এই জগতের পাপ হতে সবারে বাঞ্চালে
পাপির তরে ক্রুশ পরে রক্ত ঝরালে।-2
I will be singing only for you-4
যীশুই পথ আর সত্য - জীবন, …..












1. Jishui path ar satya jiban
Ai name hai je pulokita mon
Nei kono nam ar ai bhubane
Dei paper paritran sajatane.
(You are the father of all the nation
You are the savior of all the nation)-2
Jishui path ar satya jiban….

2. Ai hridaye Jishu jakhan shasan korbe
Atmate tumi takhan shanti pabe
I will be singing only for you-4
Jishui path ar satya jiban….

3. Ar keha ashahin kakhono roibe na
Jar asha prabhu jishute nahi re bhabana
I will be singing only for you-4
Jishui path ar satya jiban….


4. Ai jagater pap hote sabare banchale
Papir tore krusha pare rakta jharale
I will be singing only for you-4
Jishui path ar satya jiban….

*********God Bless you*********








Thursday, October 10, 2019

হে ঈশ্বর তুমি রক্ষা কর!! He Ishwar Tumi Rakshya Koro!!




হে ঈশ্বর তুমি রক্ষা কর!! He Ishwar Tumi Rakshya Koro!! 
Bengali Worship Song
হে ঈশ্বর তুমি রক্ষা কর
https://www.youtube.com/watch?v=ZXDHsD4lcOo




He Ishwar Tumi Rakhya Koro ( Lyrics in Bengali and English )


         
            হে ঈশ্বর তুমি রক্ষা কর


) কোরসঃ  হে ঈশ্বর তুমি রক্ষা কর,

আমরা তোমারি রয়েছি সরণ

পডুক ঝরে প্রভু তোমারি আশীস   

তাতেই ধন্য হবে সবার জীবন ( )
   

 )সঙ্কটে বিপদে তোমাকে ডাকি,

করি যে আর্তনাদ শোন নাকি ( )

নিবেদিত প্রা্ চায় শুধু ত্রান

আলোয় আলোয়  ভরে যাবে যে মন

হে ঈশ্বর তুমি রক্ষা কর…………



)তোমার আশিস প্রভু মাথায় নিয়ে

পার হয়ে যাই আঁধার নিশায়,

চরন চিহ্ন তব শরণ করে

আমরা যে পাই পথের দিশা

(তোমার করুনা দয়া না পেলে,

কে দেবে আধাঁর মনে প্রদীপ জ্বেলে) ( )

চিত্ত সকল হোক নির্মম

তোমারি আদেশ মেনে চলি সারাক্ষ্ন।

 হে ঈশ্বর তুমি রক্ষা কর…………



             

     



He Ishwar Tumi Rakhya Koro



He Ishwar Tumi Rakhya Koro
Amra Tomari Royechhi Saran.
Poduk Jhare Prabhu Tomari Ashis
Tatei Dhanya Hobe Sabari Jiban.

Sankate Bipade Tomake Daki
Kori Je Artanad Sono Naki
Nibedita Pran Chai Sudhu Tran
Aloi Aloi Bhore Jabe Je Mon
He Ishwar Tumi…..

Tomar Ashis  Prabhu Mathai Niye
Par Hoye Jai Andhar Nishai
Charan Chinya Taba Sharan Kore
Amra Je Pai Pather Disha
Tomar Karuna Dayan A Pele
Ke Debe Andhar Mone Pradip Jele
Chitya Sakal Hok Nirmam
Tomari Adesh Mene Choli Sarakshyan
He Ishwar Tumi…..

*********Thank You***********