ইস্রায়েল জাতি ঈশ্বরের রাজত্ব ছেড়ে মানুষের রাজত্ব চাইলো- "এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করতে আমাদের উপর একজন রাজাকে নিযুক্ত করুন" - শমূয়েল ভাববাদীর কাছে এই নিবেদন রাখে ইস্রায়েল জাতি।(১শমূয়েল 8:5) তারপরে আমরা দেখি যে শৌল ইস্রায়েল জাতির উপর রাজা নিযুক্ত হন ঈশ্বরের আজ্ঞানুযায়ী। বীরত্বের সাথে শৌলের রাজত্ব শুরু হয়।
শমূয়েল ভাববাদী কিন্তু তাদের সকল কে চেতনা দিয়ে সাবধান করে রাখেন:-
📖"তোমরা কেবল সদাপ্রভুকে ভয় কর, ও সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাঁহার সেবা কর; কেননা দেখ, তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম্ম করিলেন। কিন্তু তোমরা যদি মন্দ আচরণ কর, তবে তোমরা ও তোমাদের রাজা উভয়ে বিনষ্ট হইবে।" (1শমূয়েলে 12:24-25 BENGALI-BSI)
🤷🏿কিন্তু শৌলের রাজত্বের দ্বিতীয় বছরেই সে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করতে শুরু করে ও অমঙ্গল ডেকে আনে।
✍️আমরাও খ্রীষ্টকে জানার পর খুব উৎসাহের সাথে তাঁকে বাপ্তিস্মর মধ্যে দিয়ে গ্রহণ করি এবং খুব শীঘ্রই আমরা খ্রীষ্টের শিক্ষা কে জলাঞ্জলি দিয়ে জগতের মানুষের মধ্যে মিশে যাই এবং আবার পাপের মধ্যে জীবন কাটাতে শুরু করি। একদিকে মন্দ আচরণ ও জীবন যাপন অন্যদিকে মুখে যীশু নাম। ঈশ্বরের বাক্য বার বার আমাদের সাবধান করে ও চেতনা দেয়, কিন্তু খুবই অল্প সংখ্যক তা শোনেন। এবং অনেকেই তা তুচ্ছ জ্ঞান করে।
👤প্রভু যীশু বলেছেন:-
"কেউই দুই কর্তার দাসত্ব করতে পারে না; কারণ সে হয়তো এক জনকে ঘৃণা করবে, আর এক জনকে ভালবাসবে, নয় তো এক জনের প্রতি অনুগত হবে, আর এক জনকে তুচ্ছ করবে; তোমরা ঈশ্বর এবং ধন দুইয়েরই দাসত্ব করতে পার না।" (মথি 6:24 IRVBEN)
🤔দুইয়েরই দাসত্ব করছি না তো?
✍️আজ আমরা রাজা শৌলের প্রথম ভুলের মধ্যে থেকে নিজেদেরকে পর্যবেক্ষণ করবো এবং সংশোধন করবো এবং এই কাজে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন।
প্রথমে আমরা ঘটনাটির উপর একটু আলোকপাত করবো,
যা লেখা রয়েছে 1 শমূয়েল 13:2-13।
📖2 থেকে 4 পদ:-
"শৌল নিজেদের জন্য ইস্রায়েলের মধ্যে তিন হাজার জন লোক নির্বাচন করলেন; তার মধ্যে দুহাজার মিকমসে ও বৈথেল পর্বতে শৌলের সঙ্গে থাকল এবং এক হাজার বিন্যামীন প্রদেশের গিবিয়াতে যোনাথনের সঙ্গে থাকল; আর অন্য সব লোককে তিনি নিজেদের তাঁবুতে পাঠিয়ে দিলেন৷
পরে যোনাথন গেবাতে থাকা পলেষ্টীয়দের পাহারাদার সৈন্যদলকে আঘাত করলেন ও পলেষ্টীয়েরা তা শুনল;
তখন শৌল দেশের সব জায়গায় তূরী বাজিয়ে বললেন, “ইব্রীয়েরা শুনুক৷” তখন সমস্ত ইস্রায়েল এই কথা শুনল যে, শৌল পলেষ্টীয়দের সেই পাহারাদার সৈন্যদলকে আঘাত করেছেন, আর ইস্রায়েলের জন্য পলেষ্টীয়দের তীব্র ঘৃণা জন্মেছে৷ পরে লোকেরা শৌলের সঙ্গে গিলগলে যোগ দিল৷
"
🏇শৌলের ছেলে যোনাথনের কথা এই প্রথম 1 শমূয়েলের একটি বিশিষ্ট এবং দুর্দান্ত অংশে আমরা দেখতে পাই। যেখানে এই সাহসী এবং দুর্দান্ত মানুষটি উপস্থিত হয়েছে; একজন মানুষ যিনি বাইবেলের সবচেয়ে মধুর চরিত্রের একজন। যোনাথন ফিলিস্তিনীদের সৈন্যবাহিনীকে আক্রমণ করেছিলেন : যোনাথন ছিলেন একজন অসাধারণ সামরিক নেতা।তিনি বারবার সফল আক্রমণ চালানোর দক্ষতা প্রদর্শন করেছিলেন। তার এই আক্রমণ ফিলিস্তিনীদের জাগিয়ে তুলেছিল। এই আক্রমণের মধ্য দিয়ে যোনাথন ঘোষণা করলেন, "আমরা আর নম্রভাবে ফিলিস্তিনীদের কাছে আত্মসমর্পণ করব না।"
ইস্রায়েলের লোকরা সদাপ্রভুর শত্রুদের বিরুদ্ধে সাহস
দেখানোর সাথে সাথে ফিলিস্তিনীরা ইস্রায়েলীয়দের
ঘৃণা করতে শুরু করে।
✍️এই একই নীতি আমাদের জীবনে আধ্যাত্মিকভাবে সত্য।আমাদের যুদ্ধ পলেষ্টীয়দের সৈন্যদের বিরুদ্ধে না।
আমাদের শত্রুরা হলো :- "কারণ দেহ এবং রক্তের সঙ্গে নয়, কিন্তু পরাক্রম সকলের সঙ্গে, কর্তৃত্ব সকলের সঙ্গে, এই অন্ধকারের জগতপতিদের সঙ্গে, স্বর্গীয় স্থানে দুষ্ট আত্মাদের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। (ইফিষীয় 6:12 IRVBEN)
🤷🏿কিন্তু আমাদের আধ্যাত্মিক শত্রুদের পলেষ্টীয়দের মতোই মনোভাব রয়েছে। যতক্ষণ আমরা দুর্বল এবং আমাদের আধ্যাত্মিক শত্রুদের কাছে পরাধীন জীবন যাপন করি, তারা আমাদের মোটেই ঘৃণা ও আপত্তি করে না। খ্রীষ্টের জন্য যদি আপনার জীবনে যাতনা, তাড়না, মিথ্যা অভিযোগ, আপনার বিরুদ্ধে নানা প্রকার মন্দ কথা, ঘৃণা না এসে থাকে তার মানে আপনি ফিলিস্তিনীদের কাছে আত্মসমর্পণ করে জীবন যাপন করছেন অর্থাৎ দিয়াবলের কাছে আত্মসমর্পণ করে আছেন।
কিন্তু যেই আমরা সদাপ্রভুর শত্রুদের বিরুদ্ধে সাহস ও যুদ্ধ ঘোষণা করি, সাথে সাথে আমাদের আধ্যাত্মিক শত্রুরা আমাদের ঘৃণা করতে শুরু করে এবং আমাদের কে তার সমস্ত শক্তি দিয়ে পরাজিত করতে চেষ্টা করে। এর তখনই আপনার জীবনে আসবে নিন্দা, ঘৃণা, মিথ্যা অভিযোগ, আপনার বিরুদ্ধে নানান প্রকার মন্দ কথা, যাতনা তাড়না।
🏇যোনাথন গেবাতে থাকা পলেষ্টীয়দের পাহারাদার সৈন্যদলকে আঘাত করেছিলেন। কিন্ত রাজা শৌল স্পষ্টভাবে এই সাহসী হামলার জন্য ক্রেডিট নেয় যেটা তার ছেলে যোনাথনের প্রাপ্য ছিল। এটি শৌলের হৃদয় এবং চরিত্রের একটি খারাপ চিহ্ন প্রকাশ করে।
🤷🏿আমরাও অনেক সময় যে গৌরব, প্রশংসা, সন্মান ঈশ্বরের প্রাপ্য তা নিজেরাই নিয়ে থাকি নিজেকে উন্নত করার জন্য। যে গৌরব, মহিমা প্রশংসা পিতা ঈশ্বরের প্রাপ্য তা আমরা অন্যদের কে দিয়ে থাকি অনেক সময়। যা আমাদের পিতা ঈশ্বর ঘৃণা করেন এবং এই কাজের দ্বারা আমরা নিজেদের জন্য ঈশ্বরের ক্রোধ সঞ্চয় করে রাখি। আমরা যেন সর্বদা মনে রাখি :-
সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; সদাপ্রভু প্রতিফলদাতা ও তিনি ক্রোধে পূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিফল দেন এবং তাঁর শত্রুদের উপর ক্রোধ বজায় রাখেন। তাঁর ক্রোধের সামনে কে দাঁড়াতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভীষণ ক্রোধ? তাঁর ক্রোধ আগুনের মত এবং তাতে বড় পাথর ফেটে যায়।" (নহূম 1:2, 6 IRVBEN)








0 comments:
Post a Comment